রণবীর কাপুর-আলিয়া ভাটের সন্তান হওয়ার পরেই সেই একরত্তিকে নিয়ে মানুষের উৎসাহের কোনও শেষ ছিল না। বৃহস্পতিবারই ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সন্তানের নাম নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করেন আলিয়া। আলিয়া-রণবীরের সন্তানের নাম 'রাহা'। যে ছবিটি দিয়ে শেয়ার করেছিলেন আলিয়া, সেখানে বার্সেলোনার একটি জার্সিও ছিল, যাতে লেখা ছিল 'রাহা' নামটি। এবার সেই বার্সোলোনার পক্ষ থেকেই একটি টুইট করে শুভেচ্ছা জানানো হল আলিয়া ভাট ও রণবীর কাপুরকে। যে টুইটে লেখা“অভিনন্দন আলিয়া ভাট ও রণবীর কাপুর। এক নতুন বার্সা অনুরাগীর জন্ম হল। বার্সেলোনায় তোমাদের একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
বাবা- মা গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত থাকলে এমনিই স্টারকিডদের ওপর নজর থাকেই সকলের। তাঁদের মেয়েকে নিয়েও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা। জুনিয়র আলিয়াকে বলিউডে কে লঞ্চ করছেন, কবে, এইসব আলোচনা হচ্ছে চারপাশে। সেই নিয়ে আগে ভাগেই আলিয়া বেশ সাবধানী।
উল্লেখ্য, ইনস্টাগ্রামে শুধু নাম শেয়ার করেই থেমে থাকেননি বলিউড তারকা। পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করে দিয়েছেন বিভিন্ন ভাষায় এই নামটির অর্থও।