Ankush Hazra Birthday : 'ঐন্দ্রিলা মানে না আমি অভিনয়টা পারি', বিস্ফোরক অঙ্কুশ !

Updated : Feb 14, 2025 17:25
|
Editorji News Desk

বলিউডের চকোলেট বয় যদি হয় রণবীর কাপুর, তাহলে টলিউডের অঙ্কুশ হাজরা । বর্ধমানে মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা । স্বপ্ন দেখতেন, একদিন পোস্টার বয় হবেন, তাঁকে দেখার জন্য ভিড় জমবে সিনেমা হলগুলিতে । স্বপ্ন দেখার যেমন সাহস ছিল, স্বপ্ন পূরণের তাগিদও । তাই তো আজ তিনি দ্য অঙ্কুশ হাজরা । ইন্ডাস্ট্রিতে নয় নয় করে, ১৫ বছর কাটিয়ে ফেললেন । এখন শুধু অভিনেতা নন, অঙ্কুশের নামের পাশে জ্বলজ্বল করছে প্রযোজক শব্দটাও । ইন্ডাস্ট্রিতে তথাকথিত কোনও গডফাদার ছাড়াই অঙ্কুশ টলিউডের সুপারস্টার । ক্যালেন্ডারের পাতায় ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিন হিসেবে সেলিব্রেট করা হয়, তবে, এই দিনটা কিন্তু অঙ্কুশের আরও বেশি স্পেশ্যাল । প্রেমদিবসই অঙ্কুশের বি-ডে অর্থাৎ বার্থ ডে । সকাল থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন টলি অভিনেতা । তবে, তাঁর স্পেশ্যাল দিনে ভালবাসার মানুষের থেকে শুনতে হল অভিনয়টাই নাকি অঙ্কুশ পারেন না । ব্যাপারখানা কী ?

অঙ্কুশের প্রেমজীবন সকলের কাছেই খোলা খাতার মতো । ঐন্দ্রিলার সঙ্গে দীর্ঘ ১৫ বছরের সম্পর্ক । কাপল গোলস সেট করেছেন দু'জনে । তবে, জানেন কি, ঐন্দ্রিলা নাকি বলে অঙ্কুশ অভিনয় পারেন না । হ্যাঁ ঠিকই শুনেছেন । অঙ্কুশ নিজেই একথা জানিয়েছেন । আসলে সম্প্রতি, অঙ্কুশের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি শো-তে একসঙ্গে এসেছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা । সেখানে একেবারে মজার ছলেই অঙ্কুশ জানান, রণবীর কাপুর ছাড়া কিছুই জানেন না ঐন্দ্রিলা । অভিনেতার কথায়, 'ঐন্দ্রিলা মানে না যে আমি অভিনয়টা পারি'। তবে, সবটাই মজার ছলে । 

ওই ভিডিওতেই জানা যায়, ঐন্দ্রিলা নাকি অঙ্কুশের পিছনে নিজের গুপ্তচর লাগিয়ে রাখেন । অঙ্কুশ কোথায় যাচ্ছেন, কখন খাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, ছবি তুলছেন, সব খবরই কিন্তু পৌঁছে যায় ঐন্দ্রিলার কাছে । কে ঐন্দ্রিলাকে খবর দেয়, সেটা নাকি টপ সিক্রেট । 

অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম কীভাবে ?

জানা গিয়েছে, জিমে নাকি অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিচয় । সেখানেই দু'জনের বন্ধুত্ব । একসঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা মারতেন, ঘুরতে যেতেন । তারপর বন্ধুত্ব আরও গাঢ় হয় । একে অপরের প্রেমে পড়েন । লিভ-ইন রিলেশনসিপে রয়েছেন দু'জনে । ঐন্দ্রিলা বলেন, অঙ্কুশ খুবই কেয়ারিং, প্রোটেক্টিভ । কঠিন সময়ে একে অপরের হাতটা সবসময় শক্ত করে ধরে রেখেছেন । জুটিকে ছাদনাতলায় দেখার অপেক্ষায় অনুরাগীরা । 

ankush hazra

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ