যদি অরিজিৎ সিং এর ‘কেশরিয়া’ গেয়ে ওঠেন কেকে কিংবা কৈলাস খেরের ‘আল্লা কে বন্দে হস্তে’ শোনা যায় পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার কণ্ঠে? তাহলে কেমন হবে?
তবে প্রয়াত শিল্পীদের কণ্ঠে পছন্দের গান শোনার স্বপ্ন ‘সোনার পাথরবাটি’। কিন্তু আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগে ‘অসম্ভব’ বলে কিছুই নেই।
Nosyir Kouto: কাকার ২৩ নম্বর বিয়েতে এসে উদ্ধার দাদুর 'ম্যাজিক' নস্যির কৌটো, আসছে , লাবণী-বিশ্বজিৎদের ছবি
কৃত্তিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে যেকোনও কল্পনাকেই বাস্তবের রূপ দেওয়া সম্ভব। ইউটিউবে এমন কভার খুঁজলেই তা মিলবে। তবে এই কাজে একেবারেই সায় নেই প্রয়াত কেকের বন্ধু গায়ক শানের। তাঁর মতে , “এক জন শিল্পী তো তাঁর কাজের মধ্যেই বেঁচে থাকবেন।” এভাবে কণ্ঠের বিকৃতি ঘটানো হচ্ছে।