টলি অভিনেত্রীর বাড়িতে প্রাক্তন স্বামীর হামলা। ভাঙচুর চালানোর অভিযোগ প্রাক্তন স্বামীর উপরে। আতঙ্কে গোটা পরিবার। যার জেরে থানার দারস্থ অভিনেত্রী। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার ঢালুয়ায়৷
জানা গিয়েছে, টলি অভিনেত্রী সুচরিতা বিশ্বাসের সঙ্গে নরেন্দ্রপুর থানা এলাকার শ্রীনগরের বাসিন্দা পিনাকী মজুমদারের বিয়ে হয় ২০১১ সালে৷ এরপর ২০১৫ সালে তাঁদের বিবাহ-বিচ্ছেদও হয়ে যায়৷ অভিযোগ, বিবাহবিচ্ছেদের এত বছর পর আচমকাই মে মাসের ১০ তারিখ কয়েকজনকে নিয়ে এসে সুচরিতার বাড়িতে হামলা চালান ওই ব্যক্তি।
শুধু ওই দিন নয় পরেরদিন অর্থাৎ ১১ তারিখেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে অভিনেত্রীর পরিবারে৷ এমনকি জোর করে বাড়ির দরজা ভাঙা, অভিনেত্রীর মা কল্পনা বিশ্বাসকে মারধর করার অভিযোগও উঠেছে। অভিনেত্রী সেই সময় বাড়িতে ছিলেন না। তাঁর আরও অভিযোগ, সেই সময় তাঁর মায়ের গয়না ছিনতাই করা হয়েছে। এমনকি তাঁর বাবার কাছ থেকে জোর করে ২ লক্ষ টাকা লিখিয়ে নেওয়ার ও অভিযোগ করেছেন তিনি। ঘটনার তদন্তে পুলিশ।