Rupa Bhattacharya: আরজি করের বিচার চেয়ে হুমকির শিকার, কলকাতা পুলিশকে জানিয়েও সুরাহা মিলল না রূপার

Updated : Sep 25, 2024 12:38
|
Editorji News Desk

আর জি কর কাণ্ডের দেড় মাস পেরিয়ে গেলেও প্রতিবাদের আগুন নেভেনি । এদিকে, আর জি করের ঘটনা প্রকাশ্যে আসার পর টলিউডও মিটু-র অভিযোগে উত্তাল । মহিলা শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে । দীর্ঘদিন ধরে চলে আসা টলি ইন্ডাস্ট্রির নানা অন্ধকার দিক তুলে ধরে বিস্ফোরক অভিযোগ করছেন বিভিন্ন অভিনেত্রী । সম্প্রতি, হেয়ার ড্রেসার গিল্ড ও ফেডারেশনের বিরুদ্ধে কাজ কেড়ে নেওয়ার অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টাও করেন এক কেশসজ্জা শিল্পী । এত অভিযোগের পরেও যেন টলিউডের এই ‘থ্রেট কালচার’ কিছুতেই থামার নাম করছে না। 


রূপা ভট্টাচাৰ্য, ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী। বেশ কিছুদিন পর্দা থেকে দূরেই ছিলেন। তবে সম্প্রতি জি বাংলার নতুন ধারাবাহিক ‘আনন্দী’তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু তাতেও তিনি খুশি নন। তিনি নাকি লাগাতার হুমকির শিকার হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী রূপা ভট্টাচার্য জানান, প্রশাসনকে জানিয়েও মেলেনি ফল। 


আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানান, নিজের মতো করে নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছিলেন তিনি। কোনও রাজনৈতিক দলের হয়ে নয়। তিনি জানান, “নির্যাতিতা তরুণী চিকিৎসকের মতোই আমিও মেয়ে। বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি তাতে যে কোনও মেয়ের সঙ্গে এই অঘটন ঘটতেই পারে। সেই জায়গা থেকেই প্রতিবাদ আমার।” তাঁর অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে সরব হওয়ার পর থেকেই তাঁর কাছে লাগাতার হুমকি আসছে। এমনকি  চরিত্র হনন করা হচ্ছে বলেও অভিযোগ। 


একদা বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী, কিন্তু পরে তিনি বেরিয়েও আসেন। লাগাতার হুমকি পেয়ে, সাইবার শাখায় অভিযোগ ও জানান রূপা।  হুমকিবার্তার ছবি নিয়ে কলকাতা পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন অভিনেত্রী, তবু কোনও সুরাহা মেলেনি। 

Rupa Bhattacharya

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ