Radhika Apte: ‘অন্তহীন’ রাধিকা, বিয়ের ১২ বছর পর মা হতে চলেছেন, বিতর্ক এক ফুঁয়ে উড়িয়ে হাসিতেই বাজিমাত

Updated : Oct 17, 2024 15:53
|
Editorji News Desk

‘ যাও পাখি বলো, হাওয়া ছলছল 

আবছায়া জানলার কাঁচ’


বাঙালির বড় প্রিয় এই গানের নায়িকা রাধিকা আপ্তে (Radhika Apte)। শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানে ঠোঁট মিলিয়েছিলেন রাধিকা। অচেনা সেই মেয়েকে দেখে চমকে উঠেছিল বাঙালি। অপর্ণা সেন, রাহুল বোস, শর্মিলা ঠাকুরদের সঙ্গে পাল্লা দিয়ে পর্দা মাতিয়েছিলেন ‘বৃন্দা’ ওরফে রাধিকা। জাতীয় পুরস্কার জয়ী সেই ছবির নাম ‘অন্তহীন’। সালটা ২০০৯, এরপর আরও দুটি বাংলা ছবি করেন রাধিকা ২০১৪ সালে ‘পেন্ডুলাম’, এবং ২০১৩ সালে ‘রূপকথা নয়’ । সাকুল্যে এই তিনটিই বাংলা ছবি করেছেন রাধিকা। তবে তাতেই তিনি চোখে লেগে রয়েছেন বাঙালির। তারপর থেকে তাঁকে আর খুঁজতে হয়নি কারও। বলিউড, সাউথের একাধিক ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন রাধিকা। 


তথাকথিত ‘বলিউড সুলভ’ নয়? 


মারাঠি পরিবারের এই মেয়ে তথাকথিত ‘বলিউড সুলভ’ নন। কিন্তু সিরিজ হোক, বা সিনেমা বলিউডে তাঁর উপস্থিতি, তাঁর ছটা তাঁকে আর সকলের থেকে আলাদা করে রেখেছে। দর্শকেরা বলে তিনি ‘ভার্সেটাইল’, কেরিয়ারে একাধিক নতুন নতুন চরিত্রের জন্ম দিয়েছেন তিনি। একেকটা একেকটার থেকে আলাদা, স্বতন্ত্র, এবং কখনও কখনও তুমুল চর্চিত। এখন তিনি হলিউডেও নিজের ছবির খাতা খুলে ফেলেছেন। 


মা হচ্ছেন রাধিকা : 

কেন বলিউড সুলভ নয়? এই ধরুন বলিউডে কেউ মা হলে, তাঁরা ‘মেটারনিটি ফটোশ্যুট’ করেন। কিন্তু রাধিকা আগে থেকে ইঙ্গিত পর্যন্ত দিলেন না, যে তিনি মা হতে চলেছেন। আজ্ঞে হ্যাঁ, বিয়ের ১২ বছর পর মা হতে চলেছেন রাধিকা আপ্তে (Radhika Apte)। কোনও ঢাক ঢাক গুড় গুড় টুকুও নয়, সোজা বেবিবাম্প নিয়ে ছবি পোস্ট করলেন রাধিকা। কালো রঙে ইভনিং গাউন পরে ক্যামেরায় হেসেছেন হবু মা। কিন্তু তা নিয়ে একটা ক্যাপশনও লেখেননি। 


বিয়ের ছবিই নেই? 

২০১২ সালে ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বেনেডিক্ট টেলরকে বিয়ে করেন রাধিকা। তারপর থেকে মুম্বই টু ব্রিটেন তিনি উড়তেন ঘুরতেন। একদিকে শক্ত হাতে সামলিয়েছেন কেরিয়ার, অন্যদিকে ভিনদেশের সংসার। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর তাঁকে মুখ খুলতে দেখা যেত না। এমনকি তাঁদের বিয়ের নাকি কোনও ছবিও নেই। 


এক সাক্ষাৎকারে একবার রাধিকা জানান, তাঁরা নাকি একটি DIY বিয়ে করেছিলেন। এবং ১২ বছর আগে তাঁরা যখন বিয়ে করেন ছবি তুলতেই ভুলে গিয়েছিলেন। তিনি জানান , ‘আমরা আমাদের বন্ধুদের ডেকেছিলাম, নিজেরাই খাবার তৈরি করেছি, উত্তর ইংল্যান্ডের একটি জায়গায় বিয়ে করেছি এবং পার্টি করেছি। কিন্তু ছবি তোলা হয়নি’। তাহলেই বুঝুন প্রিওয়েডিং, পোস্ট ওয়েডিং- এর যুগে রাধিকার একটিও বিয়ের ছবিই নেই। 


রাধিকার মনে রাখার মত কাজ: 

সেক্রেড গেমস, পার্চড, আন্ধাধুন, ঘুল, অহল্যা, দ্য শোর ইন দ্য সিটি, মোনিকা ও মাই ডার্লিং, প্যাডম্যান, বাদলাপুর- রাধিকাকে বুঝতে গেলে এমন আরও অনেক ছবি নিষ্পলক দেখে যেতে হবে। ‘পার্চড’ ছবিতে নগ্ন দৃশ্যে অভিনয় করেছিলেন রাধিকা। তুমুল বিতর্কও হয়েছিল। সঙ্গে প্রশংসাও। হবু মা’কে নতুন অনুভূতির শুভেচ্ছা। 

Radhika Apte

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ