বনি সেনগুপ্ত, কৌশানীর পর এবার ইডির নিশানায় টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার৷ ইডি সূত্রে খবর, কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেনের ইঙ্গিত পাওয়া গিয়েছে। কুন্তলের সঙ্গে একাধিক ছবি-ভিডিয়ো থেকেই তাদের মধ্যে সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি প্রিয়াঙ্কা সরকার। তাই পুরোটাই দাঁড়িয়ে অনুমানের উপর, ইডি সম্পূর্ণ তথ্য সামনে না আনা পর্যন্ত বিনোদন থেকে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ধোঁয়াশা।
উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় জেরবার টলিপাড়া। একের পর এক সামনে আসছে বিনোদন জগতের শিল্পীদের নাম। কানাঘুঁষা শোনা যাচ্ছে আরও ৪ অভিনেত্রীর নাম রয়েছে ইডির তালিকায়। এবার নজরে প্রিয়াঙ্কা সরকার।