শোকের ছায়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে। প্রয়াত- বলিউড অভিনেতা মিথিলেশ চতুর্বেদী। হার্টের সমস্যাজনিত কারণে বেশ কিছুদিন ভুগছিলেন
বিনোদুনিয়ার বর্ষীয়ান তারকা (Mithilesh Chaturvedi)। ৩ অগাস্ট সন্ধ্যাবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
নিজের বাড়ি লক্ষ্মৌতেই প্রয়াত হন তিনি। মিথিলেশ চতর্বেদীর প্রয়াণে শোকবিহ্বল অভিনেতার অনুগামীরা। মিথিলেশের জামাই Ashish Chaturvedi সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন তিনি।
'কোই মিল গ্যায়া', 'গদর এক প্রেম কথা', 'সত্যা', 'বান্টি অউর বাবলি', 'কৃশ', 'তাল', 'রেডি', 'অশোকা' আর 'ফিজা'-এর মতো বলিউডের বহু জনপ্রিয় ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা মিথিলেশ চতর্বেদী।
ওয়েব শো Scam 1992-তে Ram Jethmalani-এর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ২০২০ সালে অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার সঙ্গেই গুলাবো সিতাবো ছবিতে শেষবার দেখা গিয়েছে তাঁকে।