Controversial Kiss: 'কিস'-মে কিতনা হ্যায় দম’! রেখা-হৃত্বিকের চুমু থেকে রাখি মিকার কিস-সা, চুমু ও বিতর্ক

Updated : Feb 13, 2025 19:19
|
Editorji News Desk

ঠোঁটে ঠোঁট রাখার জন্য আবার একটা মাত্র দিন হয় নাকি? ভালবাসার মানুষের ঠোঁট ছুঁয়ে যাওয়ার জন্য কোনও দিনক্ষণ লাগে নাকি? তবুও ক্যালেন্ডারে এই মিষ্টি আদরের জন্য তুলে রাখা আছে একটি দিন। ভ্যালেন্টাইন্স ডে’র আগের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি পালিত হয় চুম্বন দিবস হিসেবে। 


তবে চুমু খেলেই হল না, চুমুর ক্ষেত্রে সবচেয়ে জরুরি সম্মতি। কনসেন্ট এদিক ওদিক হলেই এই পবিত্র জিনিসটার সঙ্গেও জড়িয়ে যায় বিতর্ক। সময়ের সঙ্গে শিল্পের বিকাশ হয়েছে। তবে, এ কথা ঠিক যে, প্রকাশ্যে ‘চুম্বন’ নিয়ে পশ্চিমী দেশগুলি যতটা খোলামেলা, ভারত এখনও ততটা নয়। তাই হালফিলের উদিত নারায়ণ থেকে শিল্পা শেট্টি-রিচার্ড গেরের চুম্বন নিয়ে উঠেছিল সমালোচনা-বিতর্কের ঝড়। আজ ফিরে দেখা যাক এমনই কিছু ‘বিতর্কিত’ চুম্বনের মুহূর্ত। 


উদিতের কিস-সা: 


সম্প্রতি উদিতের চুম্বন বেজায় ভাইরাল সর্বত্র। এমনকি সকাল থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড় উদিত নারায়ণ-এর মিমে। কেউ কেউ তো বলছেন আজ ‘কিস ডে’ নয়। বরং উদিত নারায়ণ দিবস। কেন একথা বলছেন নিন্দুকেরা? 


আসলে দিন কয়েক আগেই এক অনুরাগীকে উদিতের চুমু খাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। কনসার্ট চলাকালীন এক মহিলা সেলফি তোলার আবদার নিয়ে মঞ্চের সামনে আসেন । ফ্যানের আবদার রেখে সেলফি তোলেন উদিত।  কিন্তু হঠাৎ, ওই অনুরাগী গায়কের গালে চুম্বন করেন । সঙ্গে সঙ্গে উদিত নারায়ণও ওই মহিলাকে চুম্বন করেন, গালে নয়, ঠোঁটে । আর উদিতের সেই চুমুর ভিডিয়ো এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্র। 


যদিও এই সমালোচনা বিতর্ককে নিছক জনপ্রিয়তা হিসেবেই দেখছেন তিনি। এর আগেও বিতর্কিত চুমুর সঙ্গে নাম জড়িয়েছে উদিতের।  রিয়্যালিটি শো-এর মঞ্চে অলকা ইয়াগনিক ও শ্রেয়া ঘোষালকে চুম্বন করছেন উদিত, এমন ঘটনাও ঘটেছে। এবং অনুমতি না নিয়েই । দুই গায়িকাকেই অপ্রস্তুত অবস্থায় দেখা গিয়েছিল। 


শিল্পা শেট্টি- রিচার্ড গেরে কিস কাহিনি: 


শিল্পা শেট্টি ও রিচার্ড গেরের বিতর্কিত চুম্বনের ঘটনা ২০০৭ সালে ভারতে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল। ঘটনাটি ঘটে দিল্লিতে একটি এইডস সচেতনতা প্রচারাভিযানের সময়, যেখানে হলিউড অভিনেতা রিচার্ড গেরে এবং বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি অংশ নিয়েছিলেন।

মঞ্চে বক্তব্য দেওয়ার সময় রিচার্ড গেরে হঠাৎ শিল্পা শেট্টির হাত ধরে তাকে আলিঙ্গন করেন এবং বেশ কয়েকবার তার গালে চুম্বন করেন। এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ার পর তা নিয়ে ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। একাংশের মানুষ কার্যত রে রে করে উঠেছিলেন, তাঁদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছিল একাধিক জায়গায়। 


হৃত্বিককে রেখার চুমু: 

২০০৬ সালে "কৃষ" সিনেমার একটি অনুষ্ঠানে, রেখা হৃতিককে স্নেহের প্রকাশ হিসেবে চুম্বন করেন। তবে সেই চুমু ছিল হৃত্বিকের নাক এবং ঠোঁট ঘেঁষে।  রেখা হৃতিককে বরাবরই খুব স্নেহ করেন এবং তাকে নিজের পরিবারের মতো দেখেন। কিন্তু সেই মুহূর্তের ছবি মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিতর্ক তৈরি হয়েছিল সাময়িক ভাবে। এছাড়া, বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে রেখা হৃতিকের প্রতি তার প্রশংসাসূচক মন্তব্য করেছেন, যা গুঞ্জনকে আরও উস্কে দেয়। তবে বাস্তবে তাদের সম্পর্ক সবসময় গুরু-শিষ্যের মতোই থেকেছে, এবং এটি নিয়ে বড় কোনো বিতর্ক তৈরি হয়নি।


রাখি-মিকা চুম্বন: 


রাখি সাওয়ান্ত ও মিকা সিং-এর বিতর্কিত চুম্বনের ঘটনা ২০০৬ সালে ঘটে, যা বলিউডের অন্যতম আলোচিত কেলেঙ্কারি হিসেবে পরিচিত।

ঘটনাটি ঘটে মিকা সিং-এর জন্মদিনের পার্টিতে, যেখানে বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটি উপস্থিত ছিলেন। পার্টির সময় মিকা হঠাৎ করে রাখি সাওয়ান্তকে চুম্বন করেন, যা ক্যামেরায় ধরা পড়ে এবং মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে। রাখি সাওয়ান্ত এ ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং পরে মিকার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন।

এই কেলেঙ্কারি নিয়ে দীর্ঘদিন আলোচনা চলে। মিকা দাবি করেছিলেন যে রাখি তার অনুমতি ছাড়াই কেক মুখে মাখিয়ে দিয়েছিলেন, তাই প্রতিশোধ হিসেবেই তিনি চুম্বন করেন।

বাবা-মেয়ের চুমু: 


ঘটনাটি ঘটে ১৯৮০-এর দশকের শেষের দিকে, যখন মহেশ ভাট তার মেয়ে পূজা ভাটের সঙ্গে একটি ম্যাগাজিনের ফটোশুটে অংশ নেন। "স্টারডাস্ট" ম্যাগাজিনের জন্য তোলা এই ছবিতে দেখা যায়, মহেশ ভাট তার মেয়ে পূজা ভাটকে ঠোঁটে চুম্বন করছেন। ছবিটি প্রকাশিত হওয়ার পর এটি নিয়ে ভারতজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকেই একে অনৈতিক এবং অস্বাভাবিক বলে আখ্যা দেন।

এই বিতর্ককে আরও উসকে দেয় মহেশ ভাটের একটি মন্তব্য, যেখানে তিনি বলেছিলেন—
"যদি পূজা আমার মেয়ে না হত, তাহলে আমি তাকে বিয়ে করতাম।"

এই মন্তব্যের পর আরও ব্যাপক বিতর্ক শুরু হয় এবং মহেশ ভাটকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। যদিও তিনি পরে ব্যাখ্যা দেন যে এটি আবেগপ্রবণ মুহূর্তে দেওয়া একটি বক্তব্য ছিল এবং তার আসল উদ্দেশ্য ভুল ব্যাখ্যা করা হয়েছে, তবে জনমনে এটি গভীর প্রভাব ফেলে।

আজও বলিউডের ইতিহাসে এটি অন্যতম বিতর্কিত মুহূর্ত হিসেবে বিবেচিত হয় এবং মাঝে মাঝেই এটি নিয়ে আলোচনা উঠে আসে।

Kiss Day 2025

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ