বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন শুরু হয়ে গিয়েছে। সকাল ৭টার আগে থেকেই রায়গঞ্জ, দার্জিলিং এবং বালুরঘাটের বুথের বাইরে ভোটারদের লম্বা লাইনের ছবি ধরা পড়েছে। সকাল সকাল ভোট সেরেছেন প্রার্থীরাও। ইতিমধ্যেই ভোট দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। শিলিগুড়ির মার্গারেট স্কুলে ভোট দিলেন দার্জিলিং-এর তৃণমূল প্রার্থী গোপাল লামা।
এদিকে ভোট দিয়ে বেরিয়েই দার্জিলিং-এর তৃণমূল প্রার্থীর দাবি, প্রথম ভোটটা তিনিই দিতেই চেয়েছিলেন। কিন্তু সেই সাধ পূরণ হল না তাঁর। সাংবাদিকদের তিনি জানান, ‘ আমার আগে এক জন বৃদ্ধ মহিলা ছিলেন। তিনিই প্রথম ভোট দিলেন। আমি তার পরে। শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে’
West Bengal Weather Update: মনোরম পাহাড়, সকালেই উত্তাপের আঁচ রায়গঞ্জ, বালুরঘাটে, বঙ্গে ভোট আবহাওয়া কেমন?
উল্লেখ্য, বালুরঘাটের বিজেপির টিকিটে লড়ছেন গত বারের সাংসদ সুকান্ত মজুমদার । তৃণমূলের হয়ে লড়ছে বিপ্লব মিত্র । আরএসপি প্রার্থী করেছে জয়দেব সিদ্ধান্ত । দার্জিলিঙে চতুর্মুখী লড়াই । বিজেপির টিকিটে লড়ছেন রাজু বিস্তা, তৃণমূলের টিকিটে লড়ছেন গোপাল লামা, কংগ্রেস এখানে প্রার্থী করেছে মুনিশ তামাং-কে । রায়গঞ্জে ত্রিমুখী লড়াই । তৃণমূলের হয়ে লড়ছেন কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী করেছে কার্তিক পালকে, কংগ্রেসের টিকিটে লড়ছেন আলি ইমরান ।