‘‘দেখুক পাড়া পড়শিতে/কেমন মাছ গেঁথেছি বঁড়শিতে।’’ এই জনপ্রিয় গানের কলি শোনা গেল বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের কণ্ঠে। সুজাতার প্রচারে থাকছে একের পর এক চমক। মঙ্গলবার দেশের অন্যতম বৃহত্তম মৎস উৎপাদক কেন্দ্র বাঁকুড়ার রামসাগরে প্রচারে গিয়েছিলেন সুজাতা। সেখানে নিজের হাতে পুকুরে জাল ফেলে মাছ ধরেন তিনি। নিজের হাতে ধরা মাছ নিয়ে জনপ্রিয় বাংলা গান গাইতে গাইতে জনসংযোগ করেন সুজাতা।
Loksabha Election 2024 : নিয়োগ মামলাকে প্রচারে হাতিয়ার, শাহের নিশানায় তৃণমূলের দুর্নীতি
ষষ্ঠ দফায় ভোট বিষ্ণুপুরে। হাতে অনেকখানি সময়। যদিও এক ছিঁটে জমি ছাড়তে নারাজ তৃণমূল প্রার্থী। আরও একটি কারণে এই কেন্দ্রের দিকে তাকিয়ে রাজ্য রাজনীতি। এই নির্বাচনে, বিষ্ণুপুরে সুজাতার প্রতিপক্ষ তাঁরই প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ। এক সময় এই বিষ্ণুপুরের মাটি সুজাতা চষে বেরিয়েছিলেন স্বামীর জন্য ভোট চেয়ে। স্বামীর জন্য তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তৎকালীন স্ত্রী সুজাতা। এবার সিনারিও সম্পূর্ণ আলাদা। এবার প্রাক্তন স্বামীর বিরুদ্ধেই লড়াইয়ের ময়দানে সুজাতা।