শুক্রবার মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতা জেলা নির্বাচনী আধিকারিক দফতরে মনোনয়ম জমা দিলেন তিনি। তাঁর সঙ্গী ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, অতীন ঘোষ ও তৃণমূলের একাধিক কাউন্সিলর।
এই কেন্দ্রে শুক্রবার বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলেন তাপস রায়। এদিন তাপস রায়ের হয়ে রোড শো করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিকে শুক্রবারই বারাসতের ডিএম অফিসে মনোনয়ন জমা দেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়।