শনিবার সপ্তম দফার ভোট। তার আগে রবিবারের ছুটির দিনকে প্রচারের কাজে লাগাতে চেয়েছিল সব রাজনৈতিক দলই। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের দাপটে প্রশ্নের মুখে রবিবারের একাধিক কর্মসূচি। রবিবার কর্মসূচি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সূত্রে খবর, আবহাওয়ার গতিবিধি দেখে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে।
রবিবার যাদবপুর কেন্দ্রে প্রচার কর্মসূচি আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নরেন্দ্রপুর মিশনের সামনে থেকে রাজপুর বাজার পর্যন্ত মিছিল করার কথা তাঁর। পরে সোনারপুর চাঁদমারিতে দ্বিতীয় জনসভা। সন্ধ্যায় যাদবপুরের বারো ভূতের মাঠে শেষ জনসভা মুখ্যমন্ত্রীর। সবই নির্ভর করবে আবহাওয়ার উপর। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও তিন প্রচার কর্মসূচি ছিল। দুর্যোগে গোসাবার সভা সকালেই বাতিল করে দিয়েছেন অভিষেক। বসিরহাট লোকসভার বাদুড়িয়াতে জনসভা করার কথা অভিষেকের। রবিবার বিকেলে মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে রোড শো করার কথা তাঁর।
রবিবার মথুরাপুর এলাকায় জনসভা ছিল রাজ্যের বিরোধী দলনেতাশুভেন্দু অধিকারীর । পৃথক তিনটি জনসভা ছিল তাঁর। পাথরপ্রতিমা, কাকদ্বীপ ও মন্দিরবাজার এলাকায় প্রচার ছিল তাঁর। আবহাওয়ার পূর্বাভাস পেয়ে রাজ্য বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সভায় আসতে পারছেন না বিরোধী দলনেতা। রবিবার বসিরহাট লোকসভার সন্দেশখালিতে কর্মসূচি ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দুর্যোগে সেই প্রচার কর্মসূচিও বাতিল করে দেওয়া হয়েছে।