Narendra Modi: জগন্নাথদেব মোদীর ভক্ত! 'মুখ ফসকে' আজব দাবি বিজেপির, তীব্র বিরোধিতা নবীনের

Updated : May 21, 2024 09:27
|
Editorji News Desk

প্রভু জগন্নাথদেব নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত! এমনই বিতর্কিত মন্তব্য করেছেন পুরী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্বিত পাত্র৷ তাই নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে৷ বিরোধীরা বিঁধছেন বিজেপিকে।

সোমবার পুরীতে নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী। জগন্নাথ মন্দির দর্শন করেন তিনি৷ সংবাদমাধ্যমের সামনে তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সম্বিত বলে বসেন, প্রভু জগন্নাথদেব মোদীর ভক্ত! 

বিজেপির অবশ্য দাবি, মুখ ফসকে এমন কথা বলে ফেলেছেন সম্বিত৷ তিনি বলতে চেয়েছিলেন, মোদী প্রভু জগন্নাথদেবের ভক্ত৷ কিন্তু তাতে কি আর ভবি ভোলে! ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি নেতা নবীন পট্টনায়ক তীব্র সমালোচনা করেছেন বিজেপির। 

নবীন লিখেছেন, 'জগন্নাথদেব গোটা বিশ্বের ঈশ্বর। আর সেই ঈশ্বরকে কোনও মানুষের ভক্ত বলাটা তাঁর প্রতি অপমান। এই ঘটনা কোটি কোটি জগন্নাথভক্তের মনে আঘাত দিয়েছে।' নবীনের অভিযোগ, গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ওড়িয়াদের ভাবাবেগ আহত করেছে।

সম্বিত পাল্টা লিখেছেন নবীনকে, 'নবীনজি, নমস্কার!... সর্বত্র আমি উল্লেখ করেছি যে মোদীজি শ্রী জগন্নাথ মহাপ্রভুর একজন প্রবল ভক্ত। ভুলবশত একটি বাইট দেওয়ার সময় আমি বিপরীত কথাটা বলে ফেলেছিলাম। এটা আমি জানি। আপনিও এটি জানেন।... মুখ ফসকে কখনও কখনও আমরা টমন বলে ফেলি।'

Sambit Patra

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM