দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার নির্বাচন। ১৩টি রাজ্যের মোট ৮৮ টি কেন্দ্রে সকাল থেকেই চলছে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের ভোট গ্রহণের নির্ধারিত সময় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। যদিও জায়গা বিশেষে সময়ের রকমফের রয়েছে।
Loksabha Election 2024 :তপনে সুকান্তকে গো-ব্যাক স্লোগানের অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা
এদিকে সকাল ৭টা থেকেই তাপ ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। তাই বেলা ১০ টার পর কার্যত রোদ মাথায় নিয়ে ভোট দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাপপ্রবাহের লাল সতর্কতাও রয়েছে একাধিক রাজ্যে। এই কারণে, ভোটারদের সুবিধার্থে বিহারের বাঁকা, মাধেপুরা, খাগরিয়া এবং মুঙ্গের নির্বাচনী এলাকার অনেক ভোটকেন্দ্রে ভোটের সময় বাড়ানো হয়েছে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।