পঞ্চম দফায় রেকর্ড সংখ্যক ভোটদানের আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত মহিলা এবং যুব সমাজকে আরও বেশি করে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্যও আহ্বাণ জানিয়েছেন তিনি। সোমবার ভোট শুরুর আগে এনিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন।
কী লিখেছেন প্রধানমন্ত্রী?
তিনি লিখেছেন, "২০২৪ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। ৮ রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪৯টি আসনে ভোটগ্রহণ হবে আজ। আমি সকলের কাছে আবেদন করছি যাতে রেকর্ড সংখ্যক ভোট পড়ে। গণতন্ত্রের এই উৎসবে প্রধানত মহিলা এবং যুব সমাজের কাছে আরও বেশি করে অংশগ্রহণ করার জন্য আবেদন করছি।"
Read More- ৫ম দফার ভোটের সব খবর জানুন সরাসরি
একইসঙ্গে টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাইক্রোব্লগিং প্লাটফর্মে তিনি একটি পোস্ট করেন। সেখানে তিনি সকলকে ভোট দেওয়ার আবেদন করেছেন।