লোকসভা নির্বাচনের প্রচারপর্বের মাঝেই জ্ঞান হারালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নীতিন গড়করি৷ বুধবার বিকেলে মহারাষ্ট্রের পুসদের একটি সভায় বক্তৃতা দিচ্ছিলেন তিনি৷ আচমকা জ্ঞান হারান এই প্রবীণ নেতা। সঙ্গে সঙ্গেই তাঁর চিকিৎসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই মঞ্চে ফিরে এসে অসমাপ্ত বক্তৃতা শেষ করেন গডকরি। তারপর পরবর্তী সভার উদ্দেশে রওনাও দেন।
এক্স হ্যান্ডেলে গোটা ঘটনা উল্লেখ করে গড়করি জানিয়েছেন, তিনি আপাতত আমি সম্পূর্ণ সুস্থ। ভারুদ এলাকায় পরবর্তী সভায় যাচ্ছেন।
Indian Food Safety: মশলায় ক্যানসারের বীজ! বেবিফুডে অতিরিক্ত চিনি! ভারতে খাদ্যপণ্য কতোটা নিরাপদ?
নীতিনের আচমকা জ্ঞান হারানোর ভিডিওটি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিজেপি নেতার নিজের এক্স হ্যান্ডেল থেকেই সভার লাইভ সম্প্রচার হচ্ছিল। গডকরি নিজের কেন্দ্র নাগপুরে ভোট প্রথমদফায় হয়ে গিয়েছে। বুধবার তিনি গিয়েছিলেন বিজেপির জোটসঙ্গী শিবসেনার প্রার্থীর হয়ে প্রচার করতে। সেখানেই আচমকা জ্ঞান হারান ।