মঙ্গলবার সকালে মনোনয়ন পত্র জমা দিলেন নরেন্দ্র মোদী। বারাণসী জেলা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা করেন তিনি। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই নিয়ে মোট তিনবার বারাণসী কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়ছেন মোদী।
Read More- বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গাপুজো, মনোনয়নের সকালে আবেগঘন প্রধানমন্ত্রী
লোকসভার মনোনয়ন জমা দেওয়ার আগে, সোমবার রাতে প্রায় ছয় কিলোমিটার রোড-শো করেন নরেন্দ্র মোদী। এরপর মঙ্গলবার সকালে দশাশ্বমেধ ঘাটে গিয়ে উপস্থিত হন তিনি। সেখানে প্রার্থনা করে কালভৈরব মন্দির দর্শনে গিয়েছিলেন। এবং তারপর মনোনয়ন জমা করেন নরেন্দ্র মোদী।
মনোনয়ন জমা দেওয়ার আগে নিজের এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, "আমি উচ্ছ্বসিত এবং আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমি ভাবতেই পারছি না যে আপনাদের ভালোবাসায় কীভাবে ১০ বছর পূর্ণ হয়েছে। আজ মা গঙ্গা আমাকে কোলে বসিয়ে নিয়েছে।"