ডোমকলে ভুয়ো এজেন্টকে ধরলেন মহম্মদ সেলিম। মুর্শিদাবাদের দক্ষিণ নগর মাঠপাড়ার ১৪৫ নম্বর বুথে ভোট দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ডোমকলে নিজেই বুথে পৌঁছে যান মহম্মদ সেলিম। নিজেই সব কাগজ পত্র খতিয়ে দেখেন।
সিপিএমের কোনও এজেন্ট বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। বুথকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। মুর্শিদাবাদে কোন কোন কেন্দ্রে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। নিজেই জানালেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। তবে মুর্শিদাবাদের ভোট নিয়ে আশাবাদী তিনি।
সেলিম বলেন, "তেঁতুলিয়া, ডোমকল শহরের কিছু এলাকায় বাধা হয়েছে তাঁদের এজেন্টকে। কোনও কোনও জায়গায় অস্ত্র নিয়ে ভিড় করে বাধা দেওয়ার চেষ্টা চলছে। পোলিং এজেন্টকে বাধা দেওয়া হয়েছিল। "