একদিকে প্রখর গ্রীষ্ম অন্যদিকে ভোটের উত্তাপ এই মুহূর্তে একেবারে সরগরম রাজ্য-রাজনীতি। নির্বাচনের দিন ক্ষণ ঘোষণার পর থেকেই কার্যত প্র্রার্থীরা ভোটের প্রচার ময়দানে আদা জল খেয়ে নেমে পড়েছেন। একেক জনের প্রচারে থাকছে একেক রকম চমক। এবার বিজেপির হয়ে ময়দানে নামতে চলেছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ।
Ridranil Ghosh: ফসকে গিয়েছে কাজলের সঙ্গে অভিনয়ের সুযোগ, নতুন ছবির প্রস্তাব নিয়ে রুদ্রনীলের কাছে অজয়
লোকসভায় তিনি প্রার্থী নন ঠিকই, কিন্তু তাঁকে বিজেপি প্রচারের মুখ্য মুখ করতে কার্যত তুলেই রেখেছিল। নববর্ষের দিনই প্রচার ময়দানে নামবেন মহাগুরু। ১৪ এপ্রিল উত্তরবঙ্গ থেকেই ভোট প্রার্থনায় বেরোবেন মিঠুন। প্রথম দফার ভোটের ঠিক আগে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো ও জনসভাও করবেন মিঠুন। উত্তরবঙ্গ থেকে একে একে ঘুরে এসেছেন মোদী, অমিত শাহ এবার ঘরের মাটিতে প্রচার করবেন মিঠুন।