বুধবার নির্বাচনী প্রচারে বারুইপুরে সভা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। সভা মঞ্চ থেকে একাধিক বিষয় নিয়ে নরেন্দ্র মোদীকে খোঁচা দেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
সম্প্রতি জানা গিয়েছে, সপ্তম দফা ভোটগ্রহণের ঠিক আগে ধ্যানে বসবেন মোদী। ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত কন্যাকুমারীর বিবেকানন্দ রকে সাধনা করবেন তিনি। ঐতিহাসিক ওই স্থানে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। উল্লেখ্য ২০১৯ সালেও একই দৃশ্য দেখা গিয়েছিল।
কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
মোদীর ধ্যান করা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় খোঁচা দিয়ে বলেন, "ধ্যান করবে ক্যামেরা নিয়ে কেন? লোকে যখন পুজো করে তখন কি ক্যামেরার সামনে করে? পুজো কোনওদিন সমুদ্রের সামনে করতে হয়?... নাকি ৪৮ ঘণ্টা প্রচার করবে? ইলেকশনের সময় প্রচার চলতে পারে না। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ করব। উনি ধ্যান করতে পারেন কিন্তু কোনও মিডিয়া দেখাতে পারে না। কারণ এতে মডেল কোড অফ কনডাক্ট ভায়োলেট হবে।"
Read More- মোদীর বিকাশের বিরুদ্ধে TMC-র একটাই অস্ত্র 'এটা হতে দেব না', কটাক্ষ প্রধানমন্ত্রীর
প্রসঙ্গ বাঁধ সারানো
বুধবারই কাকদ্বীপে একটি সভা করেন নরেন্দ্র মোদী। সেখান তিনি জানিয়েছিলেন বাঁধ সারানোর টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর এই দাবিকে মিথ্যা বলে কটাক্ষ করেন। মমতা বলেন, "কাকদ্বীপ থেকে উনি (পড়ুন নরেন্দ্র মোদী) মিটিং করে বলেছেন বাঁধ সারানোর টাকা দিয়েছেন। আর তৃণমূল নাকি সেই টাকা খেয়ে নিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি বাঁধের জন্য একটাকাও দেয়নি। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা।"