ভোটারকে চড় বিধায়কের। পাল্টা বিধায়ককে চড় ভোটারের। এরপরই বিধায়কের কর্মী-সমর্থকরা ওই ভোটারের উপর হামলা করে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুরের একটি পোলিং বুথে। লোকসভা নির্বাচনের চতুর্থ দফা চলাকালীন এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিয়োতে YSRCP বিধায়ক এ শিবকুমারকে দেখা গিয়েছে। তাঁকে ভোটারদের দিকে তেড়ে যেতে দেখা যায়। একজন ভোটারকে চড়ও মারেন বলে অভিযোগ। ওই ভোটারও পাল্টা বিধায়ককে চড় মারেন। এই ঘটনার পরই বিধায়কের দলবল ওই ভোটারের উপর হামলা করে।
অন্ধ্রপ্রদেশে ২৫টি আসনে এবার লোকসভা নির্বাচন। ওয়াই এস জগন মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টির বিরুদ্ধে লড়ছে টিডিপি ও বিজেপি।