যতই টার্গেট করুক বিজেপি, কৃষ্ণনগরে জিতবে মহুয়াই। রবিবার লোকসভা ভোটের প্রচারে এই দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম প্রচারে নেমেই তিনি জানালেন, এবার বাংলায় বিয়াল্লিশ আসনেই জিতবে তৃণমূল কংগ্রেস। কারণ মোদীর গ্যারান্টি নয়, তাঁর গ্যারান্টিতে মানুষই হিরো।
বাংলায় গো-হারা হারবে বিজেপি। এই বার্তাতেই কৃষ্ণনগর থেকে এদিন প্রচারের সুর বেঁধে দেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, যদি বাঁচতে চান, তাহলে তৃণমূলকে ভোট দিন। কারণ, তৃণমূল কখনও কথার খেলাপ করে না। রাজনৈতিক মহলের দাবি, আগাগোড়া বিজেপিকে আক্রমণ করে এদিন মমতা বুঝিয়ে দিলেন এই রাজ্যে গেরুয়া ভোট রুখতে কতটা মরিয়া তিনি।
কৃষ্ণনগর থেকেই রানাঘাটের প্রার্থী মুকুটমণি অধিকারীর হয়েও প্রচার করেন তিনি। তাই বিজেপি মতুয়া ভোট ভাগ করতে চাইছে বলেও অভিযোগ করেন। তাঁর দাবি, গত বিধানসভার মতো এবারও বাংলা ভোট ভাগের খেলায় নেমেছে বিজেপি। আর সেই খেলা তিনি রুখবেন।
সেই কারণেই কৃষ্ণনগরের মঞ্চ থেকে তাঁর গলায় ফের ফিরল খেলা হবে স্লোগান।