শনিবার সপ্তম ও শেষ দফার লোকসভার ভোট। কন্যাকুমারীতে ধ্যানস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বাংলায় তুঙ্গে ভোটের প্রস্তুতি। এরমধ্যে কমিশনের খাতায় এগিয়ে
শনিবার লোকসভা ভোটের আগে উত্তপ্ত যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙর। একদিকে গ্রেফতার তৃণমূল নেতা ইব্রাহিম আলি। অন্যদিকে তৃণমূল ও আইএসএফের মধ্যে ব্যাপক বোমাবাজির অভিযোগ। এই ঘটনায় আহত তৃণমূল কর্মীদের নিয়ে হাসপাতালে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।
বৃহস্পতিবার দুপুর থেকেই তৃণমূল-আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত হয় কাশীপুর এলাকা। সন্ধ্যা নামতে সংঘর্ষের তীব্রতা বাড়ে। এই ঘটনায় আহত হন তৃণমূল কর্মী রফিক খান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে যান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাও। আইএসএফের এই ঘটনার তীব্র নিন্দা করেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। পাল্টা আইএসএফ জানায়, এই ঘটনায় তাদের কোনও হাত নেই।
এই ঘটনার আগেই অবশ্য গ্রেফতার করা হয় তৃণমূল নেতা ইব্রাহিমকে। তার বিরুদ্ধে প্রাক্তন প্রধান রেজিনা খাতুনের স্বামীকে খুনের পরিকল্পনা করার অভিযোগ ছিল। ছয়ানি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পোলেরহাট থানার পুলিশ।