সিপিএম প্রার্থীর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের হাতাহাতির ঘটনায় সাময়িক উত্তেজনা বরাহনগর উপ-নির্বাচনে। বনহুগলির বিকেসি কলেজের এই ঘটনায় পুলিশ গিয়ে দু পক্ষকে সরিয়ে দিয়েছে। তৃণমূলের অভিযোগ, এদিন বুথের মধ্যে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন এই কেন্দ্রের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। সেই সময় তাঁকে চ্যালেঞ্জ করা হয়।
বুথের বাইরেই স্থানীয় এক তৃণমূল কাউন্সিলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তন্ময়। ভিডিও ফুটেজে তাঁকেই প্রথমে ওই তৃণমূল কাউন্সিলের কলার ধরতে দেখা যায়। এরপর তাঁর বিরুদ্ধে পাল্টা চোর স্লোগান তোলে তৃণমূল। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে আসে পুলিশ।
এর আগে এদিন সকালে বিজেপির সঙ্গেও বচসায় জড়িয়েছিলেন তন্ময়। বরাহনগরের একটি বুথে তাঁকে তমগ্ন ঘোষের সঙ্গে তর্ক করতে দেখা যায়।