প্রচারে বেরিয়ে হেনস্তা হওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর। মঙ্গলবার সাঁকরাইল ব্লকের রোহিণী এলাকায় প্রচারে বেরিয়ে এই অভিযোগ করলেন বিজেপির প্রার্থী। যদিও প্রণতের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতারা। তাঁদের পাল্টা দাবি, প্রচারে বেরিয়ে সাধারণ মানুষকে উসকানি দিচ্ছিলেন বিজেপি প্রার্থী।
বিজেপি প্রণত টুডু জানান, এদিন মন্দিরে পুজো দিয়ে স্থানীয় এক কর্মীর বাড়িতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল। সেই দিকেই যাচ্ছিলেন তাঁরা। হঠাৎ-ই তাঁদের উপর হামলা করা হয় বলে অভিযোগ। এমনকী, মহিলারাও সেই সময় বচসায় জড়িয়ে পড়েন।
ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। ঝাড়গ্রাম বিজেপি জানিয়েছে, এই ঘটনায় তারা তৃণমূলের বিরুদ্ধে কমিশনে নালিশ জানাবে।