আজ আর তিনি তারকা নন। বরং নিজেকে ঘরের মেয়ে বলতেই বেশি পছন্দ করেন। এডিটরজি বাংলার ভোট-আড্ডায় এডিটরজি বাংলার নিউজ এডিটর দেবযানী চৌবের কাছে অকপট বরাহনগর বিধানসভা উপ-নির্বাচনের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সপ্তম দফার লোকসভা ভোটের সঙ্গেই উপ-নির্বাচন হবে বরাহনগরে। এবার এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করছে সায়ন্তিকাকে।
গত মার্চে লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তার আগে থেকেই বাঁকুড়ায় সংগঠনের কাজে জড়িয়ে ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাঁকুড়া কেন্দ্রে তাঁর বদলে প্রার্থী করা হয়েছে অরূপ চক্রবর্তীতে। এরপরেই শুরু হয় তৃণমূলের সঙ্গে তাঁর মন কষাকষি।
ভোট-আড্ডায় এডিটরজি বাংলার নিউজ এডিটর দেবযানী চৌবেকে সায়ন্তিকা জানিয়েছেন, তিনি কাজ করেন। এবং আগামী দিনেও করবেন। কারণ, বাঁকুড়াতে থাকার সময়ই তিনি সংগঠনের কাজ শিখেছেন। আর সেই কাজ বরাহনগরের মানুষকে ফিরিয়ে দিতে চান।
তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কারণে এবার উপ-নির্বাচন হবে বরাহনগরে। এই ভোটে সায়ন্তিকার প্রতিরক্ষ বিজেপির সজল ঘোষ। তৃণমূল প্রার্থীকে লড়াই করতে হবে সিপিএমের অভিজ্ঞ তন্ময় ভট্টাচার্য। তবুও, নিজের জয় ছাড়া আর কিছু ভাবচ্ছেন না সায়ন্তিকা।