তিন জেলা। ২৯৮ বুথ। ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে প্রায় ১৩ হাজার রাজ্য পুলিশ। শুক্রবার বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন। ভোট হবে দার্জিলিঙ, রায়গঞ্জ এবং বালুরঘাটে। এই দফায় নজর থাকবে অবশ্যই বালুরঘাটের দিকে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। যিনি রাজ্যে হেভিওয়েটদের মধ্যে অন্যতম।
নির্বাচন কমিশন জানিয়েছেন, এই দফায় সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথের সংখ্যা রয়েছে দার্জিলিঙে। এই জেলায় স্পর্শকাতর বুথের সংখ্যা ৭৩৯টি। রায়গঞ্জ ও বালুরঘাটে স্পর্শকাতর বুথের সংখ্যা যথাক্রমে ২১০ও ১৯২টি।
এদিকে প্রতিটি ভোট কেন্দ্রে হাজির হয়েছেন ভোটকর্মীরা। ভোট নিরাপত্তায় কাজ শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় রেকর্ড ভোট পরেছিল রাজ্যে। দ্বিতীয় দফা নিয়েও আশাবাদী কমিশন। কিন্তু বাদ সাধতে পারে আবহাওয়া।