রাজ্যে পঞ্চম দফা ভোটের আগে তুঙ্গে প্রস্তুতি। সকাল থেকেই বুথমুখী ভোট-কর্মীরা। সোমবার রাজ্যের তিন জেলার সাত কেন্দ্রে ভোট হতে চলেছে। ভোট নেওয়া হবে বারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগে। পাঁচ বছর আগে এই সাত কেন্দ্রে ফলে নিরিখে এগিয়ে তৃণমূল কংগ্রেস। পঞ্চম দফায় বলা যেতে পারে ভোট হবে কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে।
বাংলার সাত কেন্দ্রের পাশাপাশি সোমবার ভোট হবে দেশের ৪৯ কেন্দ্রে। যার মধ্যে উল্লেখযোগ্য উত্তরপ্রদেশের লখনউ, আমেঠি এবং রায়বরেলি। লখনউয়ে বিজেপির মুখ বর্ষীয়ান রাজনাথ সিং, আমেঠিতে এবারও গেরুয়া শিবিরের আস্থা স্মৃতি ইরানি। আর রায়বরেলিতে অভিষেক হচ্ছে রাহুল গান্ধীর।
এছাড়াও হেভিওয়েটদের মধ্যে রয়েছেন বিহারে প্রয়াত রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান, জম্মুর বারামুলায় ন্যাশনাল কনফারেন্সের মুখ প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তবে, সবকিছুকে ছাপিয়ে সোমবার নজর থাকবে মুম্বইয়ের দিকে। কারণ, এই দিন ভোট দেবে বলিউড।