ভোটদানের তথ্য প্রকাশে কেন বিলম্ব! ২০১৯ সালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। শনিবার দেশের ষষ্ঠ দফা নির্বাচন। তার আগে শীর্ষ আদালতে এই মামলার শুনানি হবে।
সোমবার পঞ্চম দফা ভোটের দিন নিজের এক্স হ্যান্ডেলে মহুয়া মৈত্র লেখেন, "ডব্লিউপিসি ১৩৮৯/২০১৯-এর মাধ্যমে ২০১৯ সালে সুপ্রিম কোর্টে প্রধান পিটিশন দাখিল করেছিলাম। নির্বাচন কমিশনকে ভোট দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ১৭সি ফর্মের সব ভোটারদের তথ্য প্রকাশ করতে বলেছিলাম। মামলাটির শুনানি হবে ২৪ মে।"
নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলগুলি। অভিযোগ পেয়ে কমিশন পদক্ষেপ করে না, এই অভিযোগে কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে আবেদন করে স্বেচ্ছাসেবী সংস্থা এপিডিআর। তাঁদের আবেদন, ভোটগ্রহণের পরই ভোটের পরিসংখ্যান যাতে কমিশন দেয়, তা নিয়ে নির্দেশ দিক শীর্ষ আদালত।