লোকসভার দ্বিতীয় দফায় বালুরঘাটে উত্তেজনা। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তপনে ভোট দিয়ে বেরিয়ে অভিযোগ করেন স্থানীয় তৃণমূল নেতাদের হাতে আক্রান্ত বিজেপি কর্মী। যদিও সুকান্তর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রতিবাদে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী। তৃণমূলের পাল্টা অভিযোগ, ভোটারদের অহেতুক হয়রানি এবং মারধর করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। যদিও তৃণমূলের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে প্রশাসন সূত্রে খবর।
এদিকে, সকাল নটা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ১৫.৬৮ শতাংশ। এই পরিস্থিতিতে বেলা গড়াতে বুথের সামনে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। প্রতিবাদে পাতিরামের বুথের সামনে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে সুকান্ত। শুরু হয় দু পক্ষের মধ্যে বচসা। এরআগে পাতিরামের বুথ থেকে বেরিয়ে সুকান্ত জানান, ভোটার তালিকায় তাঁর নাম নিয়ে একটা অসুবিধা হচ্ছিল। তা খানিকক্ষণের মধ্যেই মিটে যায়।
পুলিশের মধ্যস্থতায় এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী। এদিকে, এই ঘটনায় সুকান্তর বিরুদ্ধে প্ররোচনায় অভিযোগ তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের। তৃণমূল প্রার্থীর অভিযোগ, হেরে যাওয়ার ভয়েই মেজাজ হারাচ্ছেন সুকান্ত।