লোকসভার প্রচারে ফের সৌজন্যের ছোঁয়া। এবার দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির সভায় রাজ্য বিজেপি সভাপতি এবং বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসায় দেব। মঙ্গলবার ঘাটালের তৃণমূল প্রার্থী জানিয়েছেন, কে জিতবে, কে হারবে, তা চার জুন জানা যাবে। কিন্তু রাজনীতিতে সৌজন্য থাকা খুব জরুরি।
এদিন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের জন্য প্রচার গিয়েছিলেন দেব। সেখানে তিনি জানান, বিজেপিতে তাঁর অনেক ভাল বন্ধু আছে। তাঁদের মধ্যে একজন সুকান্ত মজুমদার। দেবের মুখে বিজেপি প্রার্থীর প্রশংসার ঘটনাকে স্বাগত জানিয়েছেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। তিনি জানিয়েছেন, এটাই তৃণমূলের সংস্কৃতি।
দেবের মুখে নিজের প্রশংসা শুনে কী বললেন বালুরঘাটের বিজেপি প্রার্থী ? সুকান্ত মজুমদার জানিয়েছেন, দেবের মতো সুপারস্টারও তাঁকে ভাল বন্ধু মনে করেন। এটাই তাঁর ক্যারিশ্মা বলেও দাবি সুকান্তর।