মঙ্গলে মনোনয়ন পেশ। বারাণসী কেন্দ্রে রোড শো করে মনোনয়ন জমা দেবেন নরেন্দ্র মোদী। ১ জুন, সপ্তম দফার নির্বাচন। ওইদিন বাংলার দমদম, দুই কলকাতা, বসিরহাট, ডায়মন্ডহারবার-সহ ১০ কেন্দ্রে ভোট। তার পাশাপাশি নজর থাকবে উত্তরপ্রদেশের বারাণসির দিকে।
মঙ্গলবার পঞ্জিকা দেখে সকাল ১১টা ৪০ মিনিটে বারাণসীতে মনোনয়ন পেশ করবেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বিজেপি হেভিওয়েট নেতৃত্বরা। সোমবার দুপুরে ৬ কিলোমিটার বর্ণাঢ্য রোড শো হয়।
সোমবার বারাণসীতে গঙ্গাতীরেই রাত্রিবাস করবেন তিনি। মঙ্গলবার সকালে গঙ্গাস্নান সেরে কালভৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পেশ করতে যাবেন নমো।
২০১৪ সালে প্রথম বারানসী কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রের দাবি, এবার বারাণসিতে ধারাবাহিক প্রচার করবেন না তিনি।