মঙ্গলবার যাদবপুর কেন্দ্রের বারুইপুরে প্রচার করতে আসেন প্রধানমন্ত্রী। মঞ্চে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর কণ্ঠে শোনা যায় রাজ্য সঙ্গীত "বাংলার মাটি, বাংলার জল"। প্রথম ছত্র শেষ হওয়ার পরই উচ্চারণের জন্য ক্ষমাও চেয়ে নেন মোদী।
এর আগেও রাজ্যে এসে নিজের বক্তৃতায় কবিগুরুর কবিতা আবৃত্তি করেন নরেন্দ্র মোদী। বাংলায় সম্ভাষণ, বাংলা স্লোগানও দিতে দেখা যায় তাঁকে। এবার নিজের উচ্চারণ নিয়ে প্রথমবার সর্বসমক্ষে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী।
কেদারনাথের গুহায় গেরুয়া বসনে ধ্যান করছিলেন নরেন্দ্র মোদী। ২০১৯ লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণের আগে এমনই দৃশ্য দেখা গিয়েছিল। এবার সপ্তম দফার ভোট প্রচার পর্বের শেষে কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যান করবেন নরেন্দ্র মোদী। ৩০ মে থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যান করবেন প্রধানমন্ত্রী।