জল্পনা স্রেফ জল্পনা হয়েই রয়ে গেল। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হলেন না নওশাদ সিদ্দিকি। বৃহস্পতিবার তাদের দ্বিতীয় প্রার্থী তালিকায় এই কেন্দ্রে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে মজনু নস্করের নাম। শুধু ডায়মন্ড হারবার নয়, বামেরা প্রার্থী দেওয়া সত্ত্বেও যাদবপুরেও তাদের প্রার্থী নাম ঘোষণা করেছে আইএসএফ। ওই কেন্দ্রে তাদের প্রার্থী করা হয়েছে নূরে আলম খানকে। রাজনৈতিক মহলের দাবি, বামেদের আসনে প্রার্থী দিয়ে আইএসএফ কার্যত বুঝিয়ে দিল বঙ্গে জোট থেকে তারা দূরেই থাকছে।
ডায়মন্ড হারবার, যাদবপুরের পাশাপাশি বালুরঘাট, উলুবেড়িয়া, বারাকপুরেও নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ফলে সুকান্ত মজুমদার এবং অর্জুন সিংয়ের বিরুদ্ধে লড়াই করছে তারা। প্রার্থী বদল করা হয়েছে বসিরহাটে। নতুন প্রার্থীর নাম আখতার আলি বিশ্বাস।
কিন্তু নওশাদ সিদ্দিকি কোথায় ? আপাতত কোনও কেন্দ্রেই দাঁড়াচ্ছেন না তিনি। ডায়মন্ড হারবারে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল অভিষেকের বিরুদ্ধে নওশাদের লড়াই হচ্ছে না। তাতেই সরকারি সিলমোহর দিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।