রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে NIA। সেই নিয়ে কটাক্ষ করেছে BJP। এবার কোচবিহারের জনসভা থেকে বিরোধীদের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট জবাব বাংলা সুরক্ষিত জায়গা। পাশাপাশি প্রশ্ন তোলেন, বাংলা সুরক্ষিত নয়তো কি উত্তরপ্রদেশ সুরক্ষিত? বিহার সুরক্ষিত।
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
এদিনের কোচবিহারের সভা মঞ্চ থেকে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বেঙ্গালুরুতে একটা বোমা পড়েছিল। লোকগুলোও কর্নাটকের। আমাদের এখানকার নয়। ২ ঘণ্টা বাংলায় লুকিয়ে ছিল। ২ ঘণ্টার মধ্যে ধরে দিয়েছি। আমাদের পুলিশ...। আর বলছে আমাদের বাংলা সেফ নয়।"
গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরমন ক্যাফেতে বিস্ফোরণ হয়। সেই ঘটনার তদন্তে নেমে ২৭ দিন পর গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত মুজাম্মিল শরিফকে। এবং বাকি দুই অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে শুক্রবার কাঁথি থেকে গ্রেফতার করা হয় দুজনকে।