মঙ্গলবার জোড়া পদযাত্রা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে পদযাত্রা করেন তিনি। পরে কলকাতা উত্তর ও দক্ষিণের দুই প্রার্থীর সমর্থনে পদযাত্রা মমতার। এদিনই বেহালায় মালা রায়ের সমর্থনে জনসভা করার কথা মুখ্যমন্ত্রীর।
মঙ্গলবার বিরাটির বনিক মোড় থেকে পদযাত্রা শুরু করেন মমতা। এয়ারপোর্ট ২ নম্বর গেটের কাছে এই পদযাত্রা শেষ হয়। এরপরই উত্তর কলকাতার এন্টালি থেকে পদযাত্রা শুরু করেন মমতা। মল্লিকবাজার থেকে পার্ক সার্কাস যায় মুখ্যমন্ত্রীর পদযাত্রা। মিছিলে তৃণমূল নেত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দেন অনেকেই। পার্ক সার্কাস থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত যায় এই পদযাত্রা।