Loksabha ELection : 'তৃণমূল বিজেপিকে আটকাচ্ছে না, পুরো জমি ছেড়ে দিয়েছে', editorji বাংলাকে বললেন ঋজু দত্ত

Updated : May 01, 2024 13:44
|
Editorji News Desk

চলছে লোকসভা নির্বাচন । প্রচারে ঝড় তুলেছে রাজনৈতিক দলগুলি । আক্রমণ-প্রতি আক্রমণের পালা চলছে শাসক বিরোধীদের মধ্যে । দুর্নীতি ইস্যুতে রাজ্যে তৃণমূলকে কোণঠাসা করতে কোনও সুযোগ হাতছাড়া করছে না বিজেপি । বঙ্গে বারবার প্রচারে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা । গত লোকসভা নির্বাচনে ১৮টি আসনে জিতেছিল বিজেপি । ২০২৪-এর লোকসভা ভোটে বাংলায় ৩০ আসনের টার্গেট দিচ্ছেন মোদী, শাহরা । ভোট আবহে বঙ্গে বিজেপিকে আটকাতে কতটা বেগ পেতে হচ্ছে তৃণমূলকে ? শাসকদল বলছে, বিজেপিকে আটকাচ্ছে না তৃণমূল । বরং খোলা ময়দানে ছেড়ে দিয়েছে । মানুষ আটকে দিয়েছেন । এডিটরজি বাংলার মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত ।

বিজেপিকে 'মিথ্যেবাদী', 'বিভেদগামী' বলে অভিযোগ তুলেছেন ঋজু । তৃণমূল কংগ্রেস মুখপাত্র বলেন,'আমরা বিজেপিকে আটকাচ্ছি না । আমরা বিজেপিকে ছেড়ে দিয়েছি । মানুষ আটকে দিচ্ছে । বাংলার মানুষ এই মিথ্যেবাদী, বিভেদগামী বিজেপির থেকে বিরক্ত হয়ে গিয়েছে । তৃণমূল বিজেপিকে পুরো জমি ছেড়ে দিয়েছে । খেল কত খেলবে । বাংলার মানুষ বলছে, আমরা তোমাদের মাটি তোমাদের পায়ের তলা থেকে কেড়ে নেব ।'

ঋজু দত্তের অভিযোগ, মাছ, মাংস খাওয়া নিয়ে বিজেপি নোংরামি করছে । মধ্যবিত্তের কোমর ভেঙে দিয়েছে তাঁরা । ঋজুর দাবি, বাংলার মানুষ এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ৪ জুন বাংলা থেকে বিজেপিকে পত্রপাঠ বিদায় জানাবে । 

২০১৯-এ বিজেপি ১৮ আসন পেয়েছিল । সেই প্রসঙ্গে ঋজু বলেন,'২০১৯-এ বিজেপির থেকে অনেক কিছু আশা করেছিল মানুষ । একটা আশাও পূর্ণ হয়নি । ' তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই প্রসঙ্গে ঋজুর দাবি, দুর্নীতি যাঁরা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস । কিন্তু, বিজেপি চোর-বদমাশদের দলে জায়গা দিচ্ছে ।  

Loksabha Election 2024

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM