দেশজুড়ে শুরু হয়ে গেল চতুর্থ দফার ভোটগ্রহণ । এদিন, দেশের মোট ৯৫ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে । তার মধ্যে বাংলায় ৮টি কেন্দ্রে রয়েছে ভোট । সকাল ৭টা বাজতেই বুথে বুথে ভোটারদের লাইন । ৫৯৬ কোম্পানি বাহিনী ও ১০ হাজার রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে ।
সোমবার চতুর্থ দফায় ভোট রয়েছে বহরমপুর,কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম । এদিন ৮ কেন্দ্রে একাধিক হেভিওয়েট প্রার্থীর আজ ভাগ্য নির্ধারণ । সেই তালিকায় রয়েছেন অধীররঞ্জন চৌধুরী, মহুয়া মৈত্র থেকে দিলীপ ঘোষ, শত্রুঘ্ন সিনহা, শতাব্দী রায় । চতুর্থ দফায় নতুন মুখ হলেন ইউসুফ পাঠান । তৃণমূলের টিকিটে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন । কৃ্ষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় ও বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদও নতুন মুখ ।
চতুর্থ দফার ভোটে আটটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ কোটি, ৪৫ লক্ষ, ৩০ হাজার ১৭ জন। এঁদের মধ্যে মহিলা ভোটার ৭১ লক্ষ ৪৫হাজার ৩৭৯ জন। পুরুষ ভোটার ৭৩ লক্ষ ৮৪ হাজার ৩৫৬ জন।