ভোট আবহে এখন প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনামে থাকছেন দিলীপ ঘোষ । লাগাতার বিতর্কিত মন্তব্যের পরেও স্বমহিমায় 'কথা'-র ব্যাট চালিয়ে যাচ্ছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী । সম্প্রতি, চায়ে-পে-চর্চায় বিক্ষোভের মুখে পড়েন তিনি । তাই 'রাস্তায় হাঁটতে বেরিয়ে যাতে অবাঞ্চিত লোক সামনে না চলে আসে', তার জন্য মঙ্গলবার সকালে লাঠি হাতে প্রাতঃভ্রমণে বেরোলেন দিলীপ ঘোষ । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ বললেন, 'আসলে রাস্তায় হাঁটতে বেরলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে। তাই এক বন্ধু বললেন, হাতে একটা লাঠি রাখতে।' তা না হলে খালি হাতেই বেরোতে স্বচ্ছন্দবোধ করেন তিনি। অন্যদিকে, তৃণমূলকেও কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ।
মঙ্গলবার দুর্গাপুরের এ জোন পার্কে দেখা গেল, হাতে লাল রঙের লাঠি নিয়ে হাঁটছেন দিলীপ ঘোষ । এর কারণ জিজ্ঞাসা করতেই দিলীপ বলেন, 'আমার এক বন্ধু বললেন, রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে। তাই একটা স্টিক দিলেন। এমন অভিজ্ঞতা অনেক হয়েছে। কিন্তু আমরা আইন মানি। আইন হাতে তুলে নিই না। যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তাদের জন্য এই ডান্ডা আছে। '
সম্প্রতি, নির্বাচন কমিশনকে মেসো ডেকে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ । এবার তাঁর মুখে শোনা গেল 'কাকা'। সোমবার রাতে দিল্লিতে তৃণমূল প্রতিনিধি দলকে হেনস্থার প্রতিবাদে রাজভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়রা । সেই প্রসঙ্গে এদিন দিলীপ বলেন, 'যাদের বেশি গালাগালি দিত তৃণমূল, সমালোচনা করত, এমন পরিস্থিতি যে, তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন না কি বিজেপির দালাল! সকাল, বিকেল রাজ্যপালের অফিসে গিয়ে পড়ে থাকছে। প্যাঁচে পড়লে কাকা বাঁচাও, মেসো বাঁচাও! '