২০০৪ সালের আগে পর্যন্ত মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ছিল আর পাঁচটা লোকসভা কেন্দ্রের মতোই। কখনও কংগ্রেস, আবার কখনও দীর্ঘ সময়ে এই কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছেন বাম প্রার্থীরা। কিন্তু ২০০৪ সালে এই কেন্দ্র হয়ে গিয়েছিল রাজ্যের সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্র।
কংগ্রেসের টিকিটে এই কেন্দ্র থেকে জিতে প্রথমবার সংসদে গিয়েছিলেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। জঙ্গিপুর থেকে দু বার সাংসদ হয়েছিলেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার পর এই কেন্দ্রের উপ-নির্বাচনে জয়ী হন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। পাঁচ বছর আগে এই কেন্দ্রে তৃতীয় হয়েছিলেন তিনি। বিজেপির মাফুজা খাতুনকে হারিয়ে জয়ী হন তৃণমূলের খলিলুর রহমান।
এবার জঙ্গিপুরে লড়াই ত্রিমুখী। কংগ্রেসের প্রার্থী মোর্তাজা হোসেন এবং বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ। লোকসভার লড়াইয়ে তাঁরা দু জনেই নতুন মুখ। ২০২১ সালে বিধানসভা ভোটে সাত কেন্দ্রের মধ্যে সাতটি জিতেছিল তৃণমূল কংগ্রেস।
সম্প্রতি সাগরদিঘি উপ-নির্বাচনে বাম-কংগ্রেসের জোট প্রার্থী হিসাবে বিধানসভায় জিতেছিল বাইরন বিশ্বাস। কিন্তু গত বছর পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। ফলে এবার জঙ্গিপুরে কী সমীকরণ হবে, তার জন্য অপেক্ষা রাজ্যের তৃতীয় দফার ভোটের দিন পর্যন্ত।