রাজ্যের চার আসনে আজ ভোট। মুর্শিদাবাদে ভাগ্য পরীক্ষা সিপিএম সাধারণ সম্পাদক ও বাম প্রার্থী মহম্মদ সেলিমের। তাঁর সঙ্গে রাজ্যের চার কেন্দ্রে ভাগ্য পরীক্ষা হবে বেশ কয়েকজন নতুন মুখের। রাজ্যের চার কেন্দ্রের পাশাপাশি ভোট হবে দেশের ৯৩টি আসনে। যার মধ্যে ভোট রয়েছে গুজরাতের ২৪টি কেন্দ্রে। গান্ধীনগর কেন্দ্রে এদিন ভাগ্য পরীক্ষা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আমদাবাদে এই দফায় ভোট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নির্বাচন কমিশন জানিয়েছেন, এই দফার ভোটের প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। রাজ্যের চার কেন্দ্রের জন্য মোতায়েন করা হয়েছে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যার অধিকাংশ থাকছে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে। এই চার কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে মুর্শিদাবাদে।
পাঁচ বছর আগে এই চারটি কেন্দ্রে তৃণমূল জিতেছিল দুটি আসনে। একটি জিতেছিল বিজেপি ও একটি কংগ্রেস। মুর্শিদাবাদে তৃণমূলের প্রার্থী আবু তাহের। সিপিএমের বাজি মহম্মদ সেলিম। বিজেপির মুখ গৌরীশঙ্কর ঘোষ। আলাদা করে প্রার্থী আছে আইএসএফের। জঙ্গিপুরে তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান, বাম-কংগ্রেস জোট প্রার্থী মোর্তাজা হোসেন বকুল এবং বিজেপির ধনঞ্জয় ঘোষ।
মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী। মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি, বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম।