রাজ্যে লোকসভা ভোটে ফের একদফায় প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। বুধবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, বরাহনগর উপ-নির্বাচনে লড়াই করবেন সিপিআইএমের তন্ময় ভট্টাচার্য। তিনি প্রাক্তন বিধায়ক। কংগ্রেসের দাবি উড়িয়ে জয়নগরে প্রার্থী করা হল আরএসপির সোমেন্দ্রনাথ মণ্ডলকে। একইসঙ্গে প্রার্থী বদল করা হল বারাসতে। প্রবীর ঘোষের বদলে ওই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়।
লোকসভা নির্বাচনের আগে বারাসতের প্রার্থী নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় বামেদের। অভিযোগ ওঠে বাম প্রার্থী হয়েও বিজেপির সঙ্গে যোগ রয়েছে। মূলত বিজেপির শিক্ষক সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগ ওঠে। বুধবার তাই ওই কেন্দ্রে প্রার্থী বদলাতে হল বামেদের।
বারাসত অঞ্চলে পরিচিত মুখ সঞ্জীব চট্টোপাধ্যায়। পুরসভার তিনবারের কাউন্সিলর হওয়ার পাশাপাশি বারাসত পুরসভার ভাইস-চেয়ারম্যানও হয়েছিলেন তিনি। বামেদের মতো সম্প্রতি লোকসভা বদলের আগে প্রার্থী বদলেছে কংগ্রেসও। ঘাটালে প্রথমে পাপিয়া চক্রবর্তীকে প্রার্থী করে তা প্রত্যাহার করা হয়েছিল।