অভিনেত্রী থেকে সোজা নেত্রী। কথা হচ্ছে বলি কুইন কঙ্গনা রানাউতকে নিয়ে। বিজেপির পঞ্চম দফার প্রার্থী তালিকায় চমক ছিল কঙ্গনার নাম। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে পদ্মের টিকিটে লড়ছেন বলি ক্যুইন। শুক্রবার থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি।
নির্বাচনী এলাকায় একটি রোড শো করেছেন কঙ্গনা। প্রচারের শুরুতেই তিনি বলেছেন "সবাই আমার পরিবার"। কঙ্গনা সাংবাদিকদের বলেন, মান্ডির জনগণ গর্বিত যে "মান্ডির মেয়ে, মান্ডির জাতীয়তাবাদী কণ্ঠ এই নির্বাচনে প্রতিনিধিত্ব করবে।" এদিন সাদা সালোয়ার কামিজ আর গলায় মুক্তর হারে সেজেছিলেন বলি ক্যুইন। হিমাচলের ঐতিহ্যবাহী টুপি পরে রোড শো করেন কঙ্গনা।
বিরোধীদের কটাক্ষ করে কঙ্গনা আরও বলেন, "যারা ভগবান রামের হতে পারেনি, তারা কখনই তোমার হতে পারবে না।"