পদ্মশ্রী, চিকিৎসক এবং সমাজকর্মী। তাঁদের সঙ্গে ময়দানে রয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বাপি সোরেন। এবার চতুর্মুখী লড়াই জঙ্গলমহলের খাস অঞ্চল ঝাড়গ্রামে। যেখানে তৃণমূলের মুখ সাঁওতালি লেখক পদ্মশ্রী কালীপদ সোরেন। বিজেপি প্রার্থী করেছে ভূমিপুত্র চিকিৎসক প্রণত টুডুকে। আর বামেদের মহিলা মুখ প্যাডওম্যান সোনামনি টুডু।
তৎকালীন মেদিনীপুরের এই কেন্দ্রে প্রথম পালাবদল ঘটায় বামেরা। ১৯৭৭ সালে এই লোকসভা আসনে প্রথম জয় পায় তারা। তারপর থেকে টানা ৩৪ বছরের বেশি সময় ঝাড়গ্রাম ছিল বামেদের দখলে। নব্বইয়ের দশকে এই কেন্দ্রে বামেদের মুখ ছিলেন রূপচাঁদ মূর্মূ।
২০১৪ সালে উমা সোরেনের হাত ধরেই ঝাড়গ্রামে ঘাসফুল ফুটিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল বলে, জঙ্গলমহলের শক্ত জমিতে পাঁচ বছর পর এই কেন্দ্র তৃণমূল হারায় স্রেফ গোষ্ঠীকোন্দলে জেরবার হয়েছে। তাই ২০১৯ সালে খুব সহজেই জঙ্গলমহল দখল করেছিল বিজেপি। ফুটেছিল পদ্মফুল।
তবে ঝাড়গ্রামে পদ্মপ্রভাব মুক্ত হয়েছিল ২০২১ সালে বিধানসভা ভোটে। জঙ্গলমহল হারানো চলবে না, মমতার এই বার্তায় বর্তমানে এই কেন্দ্রের সাত বিধানসভাই বাংলার শাসক দলের দখলে। জঙ্গলমহল থেকেই রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।