বাম-বিজেপি নয়, যাদবপুরে তৃণমূলের প্রতিপক্ষ তৃণমূল। এডিটরজি বাংলার ভোট-আড্ডা তা স্পষ্ট করলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এডিটরজি বাংলার নিউজ এডিটর দেবযানী চৌবেকে দেওয়া সাক্ষাৎকারে সায়নী জানিয়েছেন, যাদবপুর সবসময় মমতাকে চায়। তাই তাঁর কাছে বাম-বিজেপি কোনও ফ্যাক্টর নয়।
২০০৯ সাল থেকে যাদবপুরে কার্যত তৃণমূলের দূর্গ। ওই সময়ের পর থেকে প্রতি পাঁচ বছর অন্তর নতুন সাংসদ পেয়েছে দক্ষিণ ২৪ পরগনার এলিট এই অঞ্চল। এবার সেই কেন্দ্র অক্ষুণ্ণ রাখতে দায়িত্ব সায়নীর কাঁধে। যুব নেত্রীর উপরেই আস্থা দেখিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সায়নীও জানাচ্ছেন, শুধু তাঁর নয়, আজ গোটা বাংলার আইকন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি হয়তো তাঁর হাঁটা বা কথা বলাকে নকল করতে পারেন না। কিন্তু তাঁর থেকে শিখছেন কী ভাবে রাজনীতির মাঠে লড়াই করতে হয়, পরিশ্রম করতে হয়। তাই তিন বছর আগে আসানসোল দক্ষিণ কেন্দ্রে হারের শিক্ষা নিয়েই এবার যাদবপুরে লড়াইয়ে নেমেছেন সায়নী।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল যুবর ব্যাটন তাঁর হাতে। সায়নীর দাবি, যাদবপুরের মানুষ তাঁর দিকেই তাকিয়ে রয়েছেন। তিনি এই অঞ্চলের মেয়ে, বহিরাগত নয়। এবং মানুষের জন্য তিনি কাজ করবেন। সায়নীর দাবি, এই কারণে তিনি বাকি প্রতিপক্ষের থেকে এগিয়ে যাদবপুরে।