সম্প্রতি কলকাতায় মিট দ্য প্রেস অনুষ্ঠানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দাবি করেছিলেন, ৪ জুন নির্বাচনী ফলে বাংলায় চমকে দেবে বামেরা। বামফ্রন্ট চেয়ারম্যানের সেই কথার প্রতিধ্বনি শোনা গেল যাদবপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের গলাতেও।
এডিটরজি বাংলার নিউজ এডিটর দেবাযানী চৌবের সঙ্গে ভোট আড্ডায় সৃজনের দাবি, এবার রাজ্যে ১২ থেকে ১৫ আসনে জিতবে বাম-কংগ্রেস জোট। মুর্শিদাবাদে ফালাফালা করে দেবে অধীর-সেলিম জুটি। যাদবপুরের সিপিএম প্রার্থীর স্বপ্ন বাংলায় জাত-ধর্ম রাজনীতি শেষ হবে। ৪ জুনের পর আবার শুরু হবে রুটি-রুজির গল্প।
তিন বছর আগে হুগলির সিঙ্গুরে বিধানসভার ভোটে লড়াই করেছিলেন তৎকালীর ভারতীয় ছাত্র ফেডারেশনের তৎকালীন রাজ্য সম্পাদক। হেরে গিয়েছিলেন। নতুন মুখ হিসাবে এবার যাদবপুরে তাঁর উপরেই ভরসা দেখিয়েছে বামেরা। তবে বর্তমানে তিনি ভারতীয় ছাত্র ফেডারেশনে প্রাক্তন।
বিজেপি-আইএসএফ প্রার্থী দিলেও রাজনৈতিক মহলের মতে, যাদবপুরে লড়াই সায়নী বনাম সৃজনের। দু জনেই সংগঠক হিসাবে কাজ করেছেন। তাই দুই সংগঠকের এই লড়াই দেখার জন্য অপেক্ষা ১ জুন পর্যন্ত। বাংলার শেষ দফায় ভোট হবে যাদবপুরের।