শেষ দফার ভোটে উত্তর কলকাতায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ। কাশীপুর ও বেলেঘাটা বুথের সামনে বিজেপি প্রার্থী তাপস রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ বিজেপির। অভিযোগের তির তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বচসায় জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকরা। এদিকে ফুলবাগানের একটি বুথে কংগ্রেস এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
বঙ্গবাসী কলেজের বুথেও তাপস রায়কে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। উল্টোডাঙার ৩২ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোট চলছে বলে অভিযোগ পান বিজেপি প্রার্থী। ঘটনাস্থলে গেলে তৃণমূল কর্মীরা ঘিরে ধরে তাঁকে গো ব্যাক স্লোগান দেন বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী তাপস রায়।