বর্তমানকে নিশানা করলেন প্রাক্তন। হাতিয়ার করলেন বিভাজনের রাজনীতিকে। শনিবার শেষ দফার নির্বাচন। তার আগে দেশবাসীর কাছে খোলা চিঠি লিখলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ওই চিঠিতে তাঁর অভিযোগ, গোটা ভোট প্রচারে হিন্দু-মুসলমানকে নিয়ে বিভাজনের রাজনীতি করেছেন নরেন্দ্র মোদী। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী খুব নিচু কাজ করেছেন বলেও অভিযোগ মনমোহন সিংয়ের।
বাংলায় ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, এই রাজ্যে হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রাখা হয়েছে। তাঁর অভিযোগ ছিল, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময় থেকেই দেশের মুসলিমদের তোষন করেছে কংগ্রেস।
চিঠিতে নরেন্দ্র মোদীকে জবাব ফিরিয়ে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিভাজনের রাজনীতিকে কংগ্রেস কোনওদিন প্রশয় দেয়নি। কিন্তু যেভাবে এই ভোটের প্রচারে হিন্দু-মুসলামকে নিয়ে রাজনীতি করলেন নরেন্দ্র মোদী, তা দেশের গণতন্ত্রকে অসম্মান করা হয়েছে।
রাজনৈতিক মহলের দাবি, শেষ দফার ভোটের আগে মনমোহন সিংয়ের এই চিঠিকেই হাতিয়ার করেছে কংগ্রেস। কারণ, মনমোহনের অভিযোগ, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে অসংসদীয় এবং নিচুমানের কথা বলেছেন তা বলার নয়। এমনকী, তাঁর সময়কালকে বিজেপি ভুল ব্যাখা করছে বলেও দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।