চোরেদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এডিটরজি বাংলার নিউজ এডিটর দেবযানী চৌবেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফের এই অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি ও বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর। তিনি জানিয়েছেন, রাজ্যে দুর্নীতি যা হয়েছে, সবটাই হয়েছে তৃণমূল নেত্রীকে জানিয়ে। আর এই রাজ্যে চোর ছাড়া মন্ত্রী হওয়া যায় না।
বহরমপুরে এবার অধীর-গড়ে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। তা নিয়ে একটুও ভাবতে চান না অধীর চৌধুরী। এডিটরজি বাংলার নিউজ এডিটর দেবযানী চৌবেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অধীরের দাবি, প্রার্থী কে, তা নিয়ে তাঁর কোনও আগ্রহ নেই। তাঁর লড়াই তৃণমূলের বিরুদ্ধে।
বহরমপুরে গত দু দশকের সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তিনি প্রদেশ কংগ্রেস সভাপতিও। রাজ্যে এবার কটা আসনে জিতবে কংগ্রেস ? প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, বেশ কয়েকটি আসনে বাংলায় এবার ভাল ফল করবে কংগ্রেস। বিশেষ করে, মুর্শিদাবাদ জেলায় তৃণমূল একটি আসনও তৃণমূল পাবে না বলেও জানিয়েছেন অধীর চৌধুরী। পাশাপাশি তিনি জানিয়েছেন, এছাড়াও মালদহের দুটি কেন্দ্র এবং পুরুলিয়া, বীরভূমে জেতার মতো জায়গায় রয়েছে কংগ্রেস। অধীরের দাবি, মুর্শিদাবাদ থেকে মহম্মদ সেলিমের জয় কেউ রুখতে পারবে না।